শেখ আবদুল্লাহ আনোয়ারা, প্রতিনিধি ।
চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ ‘মেরিন একাডেমী -বদলপুরা সড়কে কর্ণফুলী ড্রাই ডকের স্ক্র্যাপ পণ্য পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনে চলাচলের কারণে সড়কটি বেহাল দশা।
সরেজমিনে দেখা যায় ,সকাল থেকে রাত পর্যন্ত কর্ণফুলী ড্রাই ডকের স্ক্র্যাপ পণ্য পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনে চলাচল করে। হঠাৎ করে এ ধরণের যান চলাচলে প্রতিদিন দুর্ঘটনা, যানজট ও জনদূর্ভোগ বেড়েছে আগের চেয়ে অনেকগুণ বেশী।
কর্ণফুলী শিপ বিল্ডার্স নামক একটি জেটি থেকে প্রতিনিয়ত পণ্যবাহী ২৫-৩০ টন ওজনের ভারি যানবাহন চলাচলের কারণে সড়কটি বেহাল দশার পাশাপাশি ভোগান্তিতে পড়েছে মেরিন একাডেমির শিক্ষার্থী, কর্মকর্তা ও স্থানীয় অর্ধ লক্ষাধিক বাসিন্দা।
স্থানীয়দের অভিমত, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ব্যক্তিমালিকানাধীন জেটিতে নোঙর করা জাহাজ থেকে খালাসকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনে তলিয়ে যাচ্ছে একটি গ্রামীণ সড়ক। দৈত্য আকার ট্রাক স্ক্র্যাপ গুলো লোড করার পর উপরে কোন প্রকার সেভটি না করে সড়কে যান চলাচলে প্রতিদিন দুর্ঘটনা, যানজট ও জনদূর্ভোগ বেড়েছে । গ্রামীণ সড়ক দিয়ে যান চলাচলের সরকারি নিয়মনীতি উপেক্ষা করে, সড়কের কাজ না করে কর্ণফুলী শিপ বিল্ডার্স জেটির প্রতিদিন শত-শত গাড়ি চলাচল করে এ সড়কে। এতে একদিকে সৃষ্টি হয় ভয়াবহ যানজট অন্যদিকে সড়কটি বেহাল দশা।
উপজেলা প্রকৌশল অধিদফত সূত্রে জানা যায়, উপজেলার মেরিন একাডেমি-বদলপুরা সড়কটি বছরের শুরুতে কার্পেটিংয়ের কাজ করা হয়। তাছাড়া গত ২-৩ মাস আগে আবারও ৪০ লাখ টাকা ব্যয়ে সড়ক বর্ধিতকরণের কাজ করা হয়েছে। এ সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচলের কোন অনুমোদন নেই।
স্থানীয় বাসিন্দা আকাশ মনিক জানান, বৃহত্তম মেরিন একাডেমীর গুরুত্বপূর্ণ গ্রামীণ এ সড়কটি দুই মাস আগেও চলাচলের উপযুক্ত ছিল, কিন্তু হঠাৎ করে ড্রাইডক জেটির প্রতিদিন শত শত ভারী যানবাহন চলাচল শুরু করলে সড়কটি বেহাল দশা।
উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান জানান, গ্রামীণ সড়ক দিয়ে ১০ টন এর বেশি ওজনের ভারি যানবাহন চলাচলের অনুমোদন নেই।গতবছর সড়কটির সংস্কার কাজ করা হয়েছিল। কিন্ত গ্রামীণ সড়ক দিয়ে কর্ণফুলী ড্রাইডক জেটির পণ্যবাহী ২৫-৩০ টন ওজনের ভারী যান চলাচলের কারণে সড়কটি বেহাল হয়ে পড়ে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
Leave a Reply