মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে নিখোজ দু’কিশোরকে কুমিল্লা রেলওয়ে পুলিশের মাধ্যমে উদ্ধার করে অভিবাবকদের কাছে হস্তান্তর করেছে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম।বুধবার রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।
জানা যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে পারভেজ মিয়া ও কামাল মিয়ার ছেলে সজিব মিয়া সকাল থেকেই নিখোজ। পরিবারের লোকজন তাদের খুজাখুজি শুরু করে।অপর দিকে বিকালে পারভেজ ও সজিব কুমিল্লা’র রেলওয়ে ষ্টেশনে একটি ট্রেনের ছাদে উঠার সময় রেলওয়ে পুলিশ তাদের আটক করে জিঙ্গাসাবাদ করার মূহুর্তে হবিগঞ্জ জেলা পরিষদের জনৈক কর্মকর্তার নজরে আসে। পরে তিনি জেলা পরিষদ (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সৈয়দ মোঃ শামীম’র সঙ্গে যোগাযোগ করলে তিনি রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই কর্মকর্তার জিম্মায় তাদের দিয়ে দেওয়ার জন্য আহবান জানান। রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।
Leave a Reply