মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া ব্রিজে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৩২) এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, দুপুরে আন্দিউড়া ব্রীজে ওই নারীকে চাপা দিয়ে চলে যায় অজ্ঞাত গাড়ি। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আহতকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু ঘটে।
তিনি আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং পরিচয় জানার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply