মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ফাঁস দিয়ে ফাহিমা বেগম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।গত ২১ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে।
ফাহিমা উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামের ফারুক মিয়ার মেয়ে। সে সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্রী হিসেবে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রবিবার দুপুরে পরিবারের সকলের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফাহিমা। আত্মহত্যার পিছনে কি কারণ রয়েছে তা এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Leave a Reply