মাধবপুর প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৯ জানুয়ারি) সকাল দশটায় শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে। ১৫০৪ জন ভোটারের মধ্যে ১৩ শর অধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
১২ জন প্রার্থী চারটি পুরুষ সদস্য পদের জন্য ও ২ জন প্রার্থী একটি দাতা সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সারে ৮ টার দিকে প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আবুল হোসেন নির্বাচিত ৪ জন পুরুষ সদস্য ও ১ জন দাতা সদস্যের নাম ঘোষণা করেন।
মহিলা সদস্য পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনজুমানআরা বেগম নির্বাচিত হয়েছেন। দাতা সদস্য হিসাবে নির্বাচিত হন মো: ইকবাল চৌধুরী। সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো: কবির মিয়া, মো:রফিক মেম্বার, মো: আউয়াল মিয়া ও রাজকুমার গোস্বামী।
Leave a Reply