মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে দু’মাদক পাচারকারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. মতিউর রহমান খাঁন এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে আলাই মিয়া(২৫) ও একই গ্রামের তাহের মিয়ার ছেলে মো. ফয়সল মিয়া (২৩)।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশীদ জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার হরিণখলা সীমান্ত ফাঁড়ির নায়েক বাদশা আলমের নেতৃত্বে বিজিবি টহল দল চৌমুহনী বাজারে অটোরিকশা (সিএনজি) তল্লাশি চালিয়ে ১ কেজি ভারতীয় গাঁজাসহ দু’পাচারকারীকে আটক করে।
Leave a Reply