মাধবপুর প্রতিনিধি: মাধবপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্তর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এবার এ দিবসের শ্লোগান ছিল ‘ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ায় অংশ নেব’।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহাজাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, পৌর সচিব আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান ও মাওলানা আছাদ আলী কলেজের সহকারী অধ্যাপক আব্বাছ আলী মিজান প্রমুখ।
Leave a Reply