মাগুরা -১ আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সহকারী ও একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর ও তার সহধর্মিণী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার ( ২৯ জুলাই ) নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী রেজাউল কবির সুরুজ এ তথ্য নিশ্চিত করে বলেন, কিছু প্রাথমিক সিমটম দেখা দেওয়ায় মাননীয় সংসদ সদস্য ও তার পরিবারের সকলের স্যাম্পল গ্রহণ করা হয়। আজ তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সংসদ সদস্য ও তার পরিবার এখন সুস্থ আছেন। তিনি সকলের কাছে তার এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
Leave a Reply