মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলাসহ চাঁদপুরের প্রতিটি উপজেলায় করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সদর হাসপাতালে রোগীদের চিকিৎসা দেয়ার স্থান সংকটে ত্রাহি ত্রাহি অবস্থা। সংক্রমণ ও মৃত্যুর মিছিল প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। অক্সিজেনের অভাবে সকলকে হাসপাতালের সেবার আওতায়ও আনা যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে মতলব দক্ষিণের ২টি স্বেচ্ছাসেবী সংগঠন ” লোটাস বার্ড চ্যারিটি ফোরাম ” ও অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশন’। তাদের হট লাইনে এক ফোন কলেই মিলছে ফ্রী অক্সিজেন সেবা। মুমূর্ষু রোগীর পরিবারের পাশে থেকে চিকিৎসকের পরামর্শে সেবায় সম্পৃক্ত আছে সংগঠনের কয়েকজন নিবেদিত সদস্য।
দেখা গেছে, মতলব দক্ষিণ উপজেলায় হু হু করে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিটি গ্রামে প্রাণঘাতী এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, ফলে অক্সিজেন সংকট প্রকট আকার ধারণ করেছে।
করোনা আক্রান্ত এ সকল মুমূর্ষু রোগীদের তৎক্ষনাৎ সেবা দেওয়ার লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলাস্থ নারায়ণপুর পৌরসভার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’’ ও ‘অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশন’ এর যৌথ উদ্যোগে গত ২রা অগাস্ট ২০২১ ‘নারায়ণপুর অক্সিজেন ব্যাংক’ নামে বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। আর এই মহৎ উদ্যোগটির প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছে পৌরসভার ব্যবসায়ী, শিক্ষানুরাগী মিঞা মোঃ মামুন।
করোনা আক্রান্ত কোনো রোগী বা রোগীর স্বজন তাঁদের হটলাইন নম্বরে ফোন করে ঠিকানা দিলে মুহুর্তের মধ্যেই বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌছে যায় সংগঠনের প্রশিক্ষিত তরুণপ্রাণ স্বেচ্ছাসেবীরা। পালস অক্সিমিটারে করোনা পজিটিভ রোগীর রক্তে অক্সিজেন স্যাচুরেশন ও হৃদস্পন্দনের হার অস্বাভাবিক দেখলেই তাঁরা রোগীর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে কিছু সময় ধরে পর্যবেক্ষণ করে।
ফ্রী অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রমে লোটাস-বাড ও অনির্বাণ সমাজকল্যাণ এর স্বেচ্ছাসেবীবৃন্দ হলেন- রাজীব,তামজিদ মির্জা, রিয়াদ হাসান, আলামিন মিঞা, হাবিব মির্জা, জাকির তালুকদার, আব্দুল আল মাসুম, বাঁধন, শরীফ,মোঃ রবিউল হোসেন (রবি) মোঃ নূরেআলম আলম রাজু মোঃ ফাহাদ, মোঃ ফরহাদ, মোঃ মহিউদ্দিন পাটোয়ারী, নয়ন ও মামুন।
গত ৩ রা অগাস্ট, মঙ্গলবার থেকে শুরু করে আজ পর্যন্ত লোটাস-বাড চ্যারিটি ফোরাম ও ‘অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশন’ এর স্বেচ্ছাসেবীরা অন্তত ১৬+ জন রোগীকে তাঁদের অক্সিজেন সেবার আওতায় এনেছে। এছাড়া অক্সিজেন সেবার পাশাপাশি সংগঠন দুটি হতদরিদ্র রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় খাদ্য, ফলমূল ও প্রাথমিক চিকিৎসার জন্য মেডিসিন কিংবা নগদ অর্থ প্রদান করে ঔদার্যের পরিচয় দিয়ে আসছে।
Leave a Reply