এম এফ এইচ রাজু
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক
বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের
সাথে শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৭ শে অক্টোবর) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়টি।
অনুষ্ঠানের প্রধান অতিথি
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেন, শিক্ষার্র্থীদের সু – শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের
উন্নয়নে কাজ করতে হবে।
বিদ্যালয়ের কাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষক ও অবিভাবকের গুরুত্বারোপ করতে হবে।
এসময়ে আরও বলেন,
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি মহল উঠেপড়ে লেগেছে, বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ধারা ব্যহত করতে একটি কুচক্রী মহল মন্দিরে কুরআন শরীফ রেখে দেশের শান্তি নষ্টের চেষ্টা করেছে। এদের থেকে ভান্ডারিয়ার মানুষের সাবধান থাকতে হবে।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামানের
সভাপতিত্বে বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার
সীমা রানী ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা,
মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার মোঃ জহিরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর
রশিদ খশরু, বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত
করিম প্রমূখ।
এসময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বিদ্যালয়ের সভাপতি জেলা পরিষদ
চেয়ারম্যান বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
Leave a Reply