৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ।১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।মঙ্গলবার

“বেখবর” বর্তমান সময়ের বস্তুু নিষ্ঠ নিরপেক্ষ সাংবাদিকতার পথিক মোস্তফা ফিরোজ,

নিজস্ব প্রতিবেদকঃ

আলহাজ্জ্ব মোহাম্মদ রফিকুল হক চৌধুরী।
সম্পাদক, বিডি সংবাদ ৭১__________
মোস্তফা ফিরোজ দ্বিপু স্কুল জীবনের অনেক অধ্যায় পার করেই ঢাকা বিশ্ববিদ্যালয় আগমন। বর্তমান সময়ের আলোচিত “বেখবর”এর সিরোনাম মোস্তফা ফিরোজ দ্বিপু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা কালিন সময়ে শৈরচার এরশাদ সরকারের বিরুদ্ধে ছাত্র মৈত্রীর ছাত্র সংগ্রামে সাথে যুগপৎ আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে,
তার শিক্ষা জীবন থেকেই তিনি গরীব দুঃখি মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন,তিনি তুলে ধরেছেন সবসময় সমাজের অসংগতি গুলোকে, তিনি প্রকৃত মুক্তি যোদ্ধা ও প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী হয়ে সর্বদা নিজেকে লালন করে করেই আজ এতদূর এগিয়েছে শুধু মাত্র তার নিরপেক্ষতা আর সততার বদৌলতে আজকের “মোস্তফা ফিরোজ দ্বিপু”
তিনি এখোনো নিরপেক্ষ বিচার বিসলিসনের মাধ্যমে দেশের মানুষকে স্বচেতন করে ভ্রাতিত্ব বোধ ও সম্প্রিতী বজায় রেখে একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন, তিনি কারো পদাংক আর চাটুকারিতা ছাড়াই দেশের স্বার্থে, রাজনিতি বীদ, বুদ্ধিজীবি,সুশীল সমাজ থেকে শুরু করে এমন কি প্রসাসনের অনিয়ম গুলোর গঠনমূলক সমালোচনার মধ্যমে শোংশোধনের নিরলস ভাবে সাংবাদিকতার পেশাগত দায়ীত্ব পালন করে যাচ্ছেন,সাংবাদিক হচ্চে জাতির বিবেক, সেই রকম পেশাগত দায়ীত্ব পালন করতে দেখা যায়না সচারচর, যেখানে চারিপাশে কিছু সাংবাদিক চাটুকারিতা আর তৈলমর্দন করতে গিয়ে নিজের পেশাদারিত্ব কে ভুলে যায় সেখানে, মোস্তফা ফিরোজ তিনি জনতার কথা বলেন, গরিব দুঃখি মেহনতী মানুষের কথা বলেন, তিনি শাম্যর কথা বলেন তিনি আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের কথা বলেন, আপনারা সবাই জানেন “প্রবাসী মুখ” নামের এই অনুশ্ঠানটি খুবই জনপ্রিয়তা পেয়েছে, শুধু কি তাই ইদানিং সম্প্রতি সময়ে তার
“বেখবর ” নামের একটি ফেইসবুক পোস্ট টি আমাদের বিডি সংবাদ ৭১ এর দৃষ্টি আকর্ষণ হয়েছে এই “বেখবর” নামের শিরো নামটি
>> বেখবর> জনগুশ্ঠির খবরে পরিনত হয়েছে, তিনি প্রতিদিন এই বেখবর পোস্টে কোন কোন গঠনমূলক খবর নিয়ে হাজির হন,
তার এই সংক্ষিপ্ত “বেখবর”পোস্টে দেশে এবং বহির্বিশ্বে কি হচ্ছে কি হবে,কি হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে, তার কিছুটা আগাম বার্তা দিয়ে পাঠক স্রোতাদের মন জয় করেছে। তিনি প্রকৃত একজন কলম সৈনিক, তিনি সব সময় স্বাধীনতার কথা বলে,
যেমন বলেছিল রফিক, বরকত, সালাম, জব্বর,৩০ লক্ষ শহিদের রক্ত আর অগনিত মা বোনের ইজ্জতের বিনিময়ে কেনা এই স্বাধীনতা।
স্বাধীনতার ৪৭ বৎসর পর এসেও কি আমরা সে স্বাধীনতা ভুগ করতে পারছি? সে সৈরচার এরশাদ সরকার থেকে এই সরকার পযন্ত আমরা কি আদো পিরে পেয়েছি স্বাধীনতা? পিরে পেয়েছি গনতন্ত্র? “বেখবর” এ- মোস্তফা ফিরোজ সে গনতন্ত্রের কথা বলে যেমন টা ছেয়েছিল শহিদ সোরোওয়ার্দি,মাওলানা ভাসানী, একে ফজলুল হক, সুফিয়া কামাল,অসংখ্য কবি সাহিত্যক,বুদ্ধি জীবি,কবি মতিউর রহমান মল্লিক,কবি জসিম উদ্দিন,জাতিয় কবি নজরুল ইসলাম,”স্বাধীনতার ঘোষক”
“প্রয়াত রাস্ট্রপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,এবং যার কথা না বললেই নয় যার নেতৃত্বে পুরা বাংগালী জাতি একত্রিত হয়ে তার ডাকে সাড়া দিয়ে ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। তিনি হলেন আমাদের ফাউন্ডার ”
জাতির পিতা শেখ মুজিবুর রহমান”
তার স্বপ্ন ছিল ডিজিটাল স্বাধীন সোনার বাংলা দেশ, সে স্বাধীনতা কি আমরা পেয়েছি? হা পেয়েছি একটা ডিজিটাল আইন যে আইন আমার স্বাধীনতা কে কেড়ে নিল,গনতন্ত্র কেড়ে নিল, কথা বলার অধিকার কেড়ে নিল,আমরা চাই কথা বলার অধিকার, সংবাদ পত্রের স্বাধীনতা,
গনতন্ত্রের পূর্ণউদ্ধার, সকল হানাহানি হিংসাত্মক নৈরাজ্যের অবসান ঘটিয়ে রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সহবস্থান, এবং সম্প্রতির বাংলাদেশ।
যে দেশে প্রতিটি নাগরিকের সমান সুযোগ সুবিধা থাকবে, থাকবে না কোন হানাহানি থাকবে শুধু ভালোবাসা, যেমন করে রচয়িতা করে ছিলেন রবীন্দ্র নাত ঠাকুর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,এই ভালোবাসা মানুষের মনে অটুট থাকলেই আমরা পারবো সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়তে, আর স্বার্থক হবে আমাদের স্বাধীনতা।স্বার্থক হবে তখন মোস্তফা ফিরোজ দ্বিপু “বেখবর”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা সদরের নিকবর্তী গোপালপুর সড়কে কুলখালী নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে দশটায় নিজ বাইসাইকেল যোগে নিজ বাড়ী উপজেলার নুরনগর ইউপির নুরনগর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। এ সময় গোপালপুর মুক্তিযোদ্ধা সড়কে কুলখালী নামকস্থানে নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে সাইকেল সহ পড়ে যান। নির্মানাধীন বক্স কালভার্টের বাহিরে বের হওয়া লোহার রড তার মাথায় ছিদ্র হয়ে ঢুকে যেয়ে এক পাশ থেকে অপরপাশে বের হয়ে যায় পর স্থানীয়রা শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিছুর রহমান মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর প্রেসকাবের সাবেক সভাপতি আকবর কবীর বলেন কিছুদিন পূর্বে এই বক্স কালভার্ট তৈরী করতে যেয়ে একই সড়কে মোমিন মল্লিক নামে এক শ্রমিক মারা যান। তিনি আরও বলেন  নির্মানাধীন বক্স কালভার্টের  ঠিকাদার হিসাবে কাজ করছেন এস এম আবুল বাসার।

নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান সহ সকল সাংবাদিকবৃন্দ, সুন্দরবন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- নিহত নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২৭.৭.২৪

নীলাকাশ টুডের সম্পাদক নুরুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহত।

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনা জেলার আয়োজনে ও কয়রা উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম।
এসময় আরও উপস্হিত ছিলেন, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান আছের আলী মোড়ল, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল্লাহ আল মাহমুদ, মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, বাঙ্গালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, আমাদী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল সহ সাতটি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

নিরাপদ খাদ্যের মূল প্রবন্ধ উপস্হাপন করেন খুলনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমান।

কয়রায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।