স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ড়াঃ মুরাদ হাসান এমপি বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সূচনা হতো না। সমগ্র জাতিকে নিয়ে যুদ্ধ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ রক্ত কথা বলে, সেই রক্তকে কেউ ধাবিয়ে রাখতে পারবে না। যারা জয় বাংলার শ্লোগান দেয় তারা বিশ্বাস করে মুক্তিযোদ্ধের চেতনাকে, তারা বিশ্বাস করে জাতির জনক বঙ্গবন্ধুকে। যতদিন বেচেঁ থাকবে দেশ, ততদিন জাতির জনক বঙ্গবন্ধুর কথা সবাই বলবে।জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাস্টার মাইন্ড, প্রধান কুশীলব খুনী জিয়াউর রহমানের মরণোত্তর, পাকিস্তানের পা’চাটা দালালদের বিচার এই বাংলা মাটিতে হবে।
গত রোববার (১৫ আগস্ট) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, তারাই জাতির জনককে হত্যা করেছে। বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে সব সময় জীবন–যৌবন দিয়ে চেষ্টা করে গেছেন। তাঁর স্বপ্ন–আদর্শ বুকে ধারণ করে, তা বাস্তবায়ন করে মানুষের মুখে হাসি ফোটাতে সব বাধা উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পতাকা অর্ধনিমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, আলোচনা সভায় সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া, অসহায় দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর কাউন্সিল সাখোয়াত আলম মুকুলসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দরা।
Leave a Reply