ইউসুফ মুন্সী, ফেনী জেলা প্রতিনিধিঃ
নাগরিক সেবায় অনন্য মাত্রা যোগ করেছে ফেনী পৌরসভা। সেবা পেতে নাগরিকরা মেয়রের কাছে ধরনা দিতে হবেনা। নিজেদের মোবাইলের একটি অ্যাপ থেকেই মিলছে সকল ধরনের সেবা। সেই সাথে শহরের যানযট নিরসনে “নগর সিএনজি অটোরিক্সা”র উদ্ধোধন করা হয়েছে। যাত্রী হয়রানী কমাতে নির্ধারিত রংয়ের সিএনজি অটোরিক্সার জন্য নির্ধারিত ভাড়া এবং স্ট্যান্ড নির্ধারণ করা হয়েছে। মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, সুনির্দিষ্ট ভাড়ায় এ সিএনজি অটোরিক্সা সার্ভিস ফেনী শহরের অভ্যন্তরে চলাচল করবে। কোন চালক যদি অতিরিক্ত ভাড়া দাবী করলে যাত্রী সরাসরি পৌর মেয়রের কাছে অভিযোগ করতে পারবেন। পৌর মেয়র সরাসরি ব্যাবস্থা গ্রহণ করবেন।
মেয়র আরও জানান, এ সেবা চালু হওয়ার পর শহরের বাইরের কোন সিএনজি অটোরিক্সা এ রুটে ভাড়ায় চালাচল করতে পারবে না। এ সিএনজি অটোরিকসাগুলো ছাড়া অন্য অটোরিকসাগুলো শহরের অভ্যন্তরে চলাচল নিষিদ্ধ।
তিনি আরো বলেন, এ ছাড়া মোবাইল অ্যাপসটির মাধ্যমে মেয়রের সাক্ষাতকার, নাগরিকদের যেকোনো ধরনের অভিযোগ, তথ্য প্রদান, কর্মকর্তাগনের তথ্য, মেয়রের বার্তা, পৌরসভা সম্পর্কে ধারণা, ২৪ ঘন্টা নাগরিক সেবাসহ মেয়রের দৈনন্দিক কর্মসূচি জানা যাবে।
এছাড়াও অ্যাপসটি মাধ্যমে মিলবে নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, পারিবারিক সনদ, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রতিবন্ধি সনদ, পূনঃবিবাহ না হওয়া সনদ, ভোটার আইডি স্থানান্তর, নদী ভাঙ্গনের সনদ, অনাপত্তি পত্র, একই নামের প্রত্যয়ন, অনুমতি পত্র, মৃত্যু সনদ, বার্ষিক আয়ের প্রত্যয়ন, ভূমিহীন সনদ, সনাতন ধর্মালম্বী সনদ, প্রত্যয়ন পত্র, নতুন হোল্ডিং, হোল্ডিং নামজারী, ভূমি ব্যবহার ব্যবস্থাপনা, পোষা প্রাণীর লাইসেন্স, প্রিমিসেন্স লাইসেন্স, রাস্তা খনন ও ইমারত নির্মাণ লাইসেন্সসহ বিভিন্ন সেবা।
এছাড়াও পৌরসভার এই অ্যাপস থেকে মিলবে নিকটস্থ থানা, ব্যাংক, ফায়ার, সার্ভিস, হাসপাতালসহ আরো বিভিন্ন ধরনের সেবা।
মোবাইল অ্যাপসটির মাধ্যমে যেকোনো নাগরিক খুব সহযেই পৌরসভার সকল ধরনের সহায়তা পাবেন। মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে মেয়র ফেনী পৌরসভা লিখে সার্চ করলেই চলে আসবে অ্যাপটি। এরপর ইনস্ট্রল করেই কোন ধরনের জামেলা ছাড়াই ব্যবহার করা যাবে।
ফেনী ০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী শহরের শহীদ মিনার প্রাঙ্গনে পৌরসভার একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে মোবাইল অ্যাপসটি উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা, জেষ্ঠ্য সাংবাদিক আবু তাহের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply