মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সোমবার উপজেলা নিবার্চন কর্মকর্তা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান পদে মোজাহিদ বিন ইসলাম (নৌকা), সৈয়দ জাবেদ (ঘোড়া), মহিউজ্জামান হারুন (আনারস), আদম খা (মোটর সাইকেল) প্রতীক পেয়েছেন।
আগামী ১৪ অক্টোবর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৮ জুলাই নয়াপড়া ইউনিয়নের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আবু নাছিম মো. আলমগীর মৃত্যুজনিত কারনে এ পদটি শুন্য হয়। এ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ২ শ ৬৭ জন। পুরুষ ১০ হাজার ৪ শ ৪৯ জন, নারী ভোটার ১০ হাজার ৭ শ ৭২ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নির্বাচন কে অবাধ , সুষ্ঠ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply