নেত্রকোনায় ৬২ জন শনাক্ত কিশোর সহ দুইজনের মৃত্যু
মো:জাকারিয়া
নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনায় গত একদিনে ৬২ জন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ২৪ জন নারী। জেলার বারহাট্টা উপজেলায় ১৭ বছরের এক কিশোর সহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা এ পর্যন্ত ৮৬ জন।
ময়মনসিংহ ল্যাবে ১০৩ টি নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত ১০ জন।
জেলায় Gene-Xpert Covid-19 Test টেষ্ট করা হয়েছে ১৪ জনের মধ্যে শনাক্ত ৪ জন। জেলায় COVID-19 Rapid Antigen Test টেষ্ট করা হয়েছে ১৫৫ জনের মধ্যে শনাক্ত ৪৮ জন।
শনাক্তদের মধ্যে সদরে ১০ জন, পুর্বধলায় ৭ জন, বারহাট্টায় ৩ জন, কেন্দুয়ায় ৮ জন, দুর্গাপুরে ৭ জন, আটপাড়ায় ৪ জন, কলমাকান্দায় ৬ জন, মদনে ৯ জন, মোহনগঞ্জ ৭ জন ও খালিয়াজুরীতে ১ জন শনাক্ত। এ পর্যন্ত পরীক্ষাগারে ২৫৯০৬ টি নমুনার মধ্যে রিপোর্ট এসেছে ২৫৩১৮ টির। জেলায় শনাক্ত সর্বমোট ৩৬২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮৯৫ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় বারহাট্টা উপজেলার শিমুলপাড়া এলাকায় ৬৫ বছর বয়সী একজন ও উপজেলার বাউসী এলাকায় ১৭ বছর বয়সের কিশোর একজনের মৃত্যু হয়েছে।
Leave a Reply