মোঃ মহাসিন মিয়া – দীঘিনালা।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে ১৫ আগষ্ট (রবিবার) বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দীঘিনালা উপজেলা কমিটি।
কর্মসূচির মধ্যে সকাল ৯ ঘটিকায় কালো ব্যাজ ধারণ, সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতে অংশগ্রহন, দুপুর ১ ঘটিকায় দীঘিনালা উপজেলার সকল মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের খাবার সরবরাহ এবং সন্ধা ৭ ঘটিকায় উপজেলা বঙ্গবন্ধু মুরালে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দীঘিনালা উপজেলা কমিটির সভাপতি মোঃ এরশাদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক প্রণয়ন বড়ুয়া, মেরুং ইউনিয়ন আহবায়ক মোঃ মহাসিন মিয়া সহ সংগঠনের সকল নেতৃবৃন্দরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত ছিলেন।
Leave a Reply