মোঃ সোহাগ আরেফিন ( নাটোর জেলা প্রতিনিধি)
নাটোরের সিংড়ায় সেন্টার ফর ডেভোলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস ( সিদীপ) এর আয়োজনে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার কলম গোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০০ জন অসহায়, দরিদ্র মানুষের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন বিতরন করা হয়।
রাজশাহী জোনের জেলা ম্যানেজার এবিএম গোলাম রাব্বানী এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচলনা করেন, ব্র্যান্ঝ ম্যানেজার মোঃ ওয়াসিউ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি।
এসময় আরো উপস্থিত ছিলেন, কলম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দুলু, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply