মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর(টাংগাইল):
‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগষ্ট), উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহে বিভিন্ন কার্যাবলি বিষয়ে
সাংবাদিকদের অবহিত করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন,জাতীয় মৎস্য সপ্তাহে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ,পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী,মাছ চাষ বিষয়ক সেবা প্রদানসহ বিভিন্ন কার্যাবলি হাতে নেয়া হয়েছে।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ আলী জিন্নাহ,মোঃ জায়েদুল ইসলাম গনমাধ্যমকর্মী প্রমুখ।
Leave a Reply