সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ধোপাজান চলতি নদীতে প্রতি রাতে চলে বালু পাথর উত্তোলণ পুলিশের অভিযানে ৮টি নৌকা আটক ৩টি মামলায় ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায় ধোপাজান চলতি নদীতে ঈদের পর থেকে প্রতি রাতে চলছে ড্রেজার মেশিনধারা পাড়কেটে বালু পাথর উত্তোলনের মহোৎসব। রাত হলেই বড় বড় বাল্কহেড নৌকা প্রবেশ করে ধোপাজান চলতি নদীর তীরে এবং রাতের আধাঁরে এসব নৌকা ড্রেজার দ্বারা লোড করে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ৩০জুলাই রাতে অভিযান চালিয়ে কাইয়েরগাওঁ থেকে বালু র্ভতি করে যাওয়ার পথে ৮টি নৌকা আটক করেন। ১আগষ্ট বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহীম জাদিদ এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
যানা যায়,চলতি নদীর ডান তীরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অভিযোগের বিষয়টি মোবাইল কোর্টের সামনে উদঘাটিত হলে ৩টি মামলায় মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ৩০ জুলাই রাতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর নির্দেশে গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮টি বালু ভর্তি নৌকা আটক করা হয়। অবৈধ পন্থায় বালু ও পাথর উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply