ধুনটে গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ
ধুনট ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন, উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের জয়েন উদ্দিনের ছেলে লস্করকে(৫০) ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন থানা পুলিশ। সুত্রে জানা যায় যে, বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ ঘটিকার সময় উপজেলার বেড়েরবাড়ী আজুপাড়া লস্করের বসতবাড়িতে মাদক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ,এস,আই মোরশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এক মাদক অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে মাদক ব্যবসায়ী লস্করকে গ্রেফতার করেন এবং অন্যান্য মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু (বালা) বলেন, মাদক ব্যবসায়ীকে লস্করের বসতবাড়ি থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে ।
Leave a Reply