নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উপজেলা আঞ্চলিক কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান।
অত্র শ্রমিক সমিতির সভাপতি পরিতোষ সরকারের সভাপতিত্বে ও করতোয়া ছাত্রসংঘের সভাপতি আতিকুল ইসলাম আকাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল সরকার, ওহাবুজ্জামান নাইম, মুক্তিযোদ্ধা আব্দুল গণি, ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আজাদুল ইসলাম, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ দুদু মাষ্টার, ইট ব্যবসায়ী নজরুল ইসলাম কাজিনুর, উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস শাহিন খোকন প্রমূখ।
Leave a Reply