সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি ।
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত এবং ৩৫ গ্রাম গাঁজাসহ ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার(১৮জানুয়ারী) থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সোমবার রাতে থানার খর্ণিয়া গ্রাম এলাকা হতে আদালতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল্লাহ মোড়ল কে গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে বরাতিয়া গ্রাম এলাকা হতে ৩৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রিপন সরকার (২৩) এবং দেবাশীষ নন্দী (৩০) কে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুসহ আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply