ডুমুরিয়া,চুকনগর থেকে সরদার বাদশা ।
ডুমুরিয়ার উপজেলার 6নাম্বার মাগুরাঘোনা ইউনিয়নের হোগলাডাংগা গ্রামের ভাতিজার হামলায় চাচা নিহত হয়েছে। তাঁরা সম্পর্কের চাচা ভাতিজাড়, গতকল মঙ্গলবার (০৩ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাযায়,মাগুরাঘোনা হোগলাডাঙ্গা গ্রামের আশরাফ শেখের ছেলে রিপন শেখ (২৫) ইমন শেখ (২২) ও মানুন শেখ (১৮) তারা একটি শিরিশ গাছের ডাল কাটাকে কেন্দ্র করে তাদের হাতে থাকা লোহার রড বাশের লাঠি দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নজরুলের (৫০) উপর আর্তকিত ভাবে হামলা চালিয়ে বেদম মারপিট করে। এতে সে রক্তাক্ত জখম হয়ে গুরতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও মাগুরাঘোনা ফাঁড়ির পুলিশ আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ দিকে নজরুলের মৃত্যু হয়।
খবর পেয়ে খুলনা জেলা পুলিশের সহকারি সার্কেল বি এসএম রাজু আহম্মেদ, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানসহ পুলিশের উধর্ধতন কর্তৃপক্ষ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply