চুকনগর ,ডুমুরিয়া প্রতিনিধি ।
খুলনা ডুমুরিয়ায় ৮ আগস্ট ২১ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহিয়সী নারী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ এক আলোচনা সভা,সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন খুলনা ৫আসনের মাননিয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ ওয়াইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারনূরুল ইসলাম মানিক, জেলা পরিষদের সদস্য শোভা রানী হালদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সুরুত কুমার বিশ্বাস, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার প্রতাপ চন্দ্র দাস,বাংলাদেশ আওয়ামী লীগ ডুমুরিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, প্রমুখ। উক্ত আলোচনা শেষে ১১ জন নারী কে সেলাই মেশিন ও ২জন নারী কে আর্থিক সহায়তা প্রদান করেন।বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমআসনে অধিষ্ঠিত করেছেন তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
Leave a Reply