মনির হোসেন(স্টাফ রিপোর্টার):
নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ বাস কাউন্টার অতিরিক্ত অর্থ আদায়ের কারণে জরিমানা।
আজ ১১ আগস্ট বুধবার লক্ষীপুরের রামগঞ্জ থেকে ঢাকাগামী বাস আলবারাকা পরিবহণ ও হিমালয় এক্সপ্রেসের চাটখিল কাউন্টারকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় আলবারাকা পরিবহণ কাউন্টারকে ১০ হাজার টাকা এবং হিমালয় এক্সপ্রেসের কাউন্টারকে ১০ করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়।
সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় জানান, আদায়কৃত অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়, এবং এ ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চলবে।
Leave a Reply