খুলনা প্রতিনিধি।
খুলনায় প্রতিদিনই বাড়ছে করোনার ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা। দিন দিন করোনা ভাইরাস থেকে সুরক্ষার লক্ষে সাধারণ মানুষ আগ্রহী হয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ করার বিষয়টি সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
জণগণের সচেতনতা ও করোনা ভাইরাস প্রতিরোধের ইচ্ছাশক্তির কারনে মানুষ ভ্যাকসিন গ্রহণে আগ্রহী হচ্ছে বলে মনে করছেন অনেকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৬ হাজার ৫শ’ ৩৫ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ৩ হাজার ছয়শত ২১ এবং মহিলা দুই হাজার নয়শত ১৪ জন। বুধবারে ৬ হাজার ৯শ’ ৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করে। যার মধ্যে পুরুষ ৬ হাজার ৭শ ১২ এবং মহিলা ৩ হাজার ১শ’ ৯৪ জন। মঙ্গলবার ৭ হাজার পাঁচশত ৫৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করে।
যার মধ্যে পুরুষ চার হাজার ৪৭ এবং মহিলা তিন হাজার পাঁচশত ছয় জন। সোমবার ৭ হাজার ৮শ’ ১৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। যার মধ্যে পুরুষ ৪ হাজার ২শ’ ৫৩ এবং মহিলা ৩ হাজার ৫শ’ ৬৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৪শ’ ২২ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার আটশত জন এবং আট উপজেলায় মোট দুই হাজার সাতশত ৩৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।
উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটা দুইশত ২০ জন, দিঘলিয়ায় দুইশত ৬৯ জন, ডুমুরিয়ায় তিনশত ৮৮ জন, ফুলতলায় চারশত ৯০ জন, কয়রায় তিনশত ৬৯ জন, পাইকগাছায় একশত ৯০ জন, রূপসায় তিনশত ৮৮ জন এবং তেরখাদায় চারশত ২১ জন টিকা গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।
Leave a Reply