কালিয়া(নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাবল মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ জামির শেখ কে পার্শ্ববর্তী জেলা যশোরের অভয়নগর থানার বাশুয়াড়ী পুলিশ ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি কালিয়া উপজেলার আমতলা গ্রামের মরফুদুল শেখের ছেলে এবং সি আর ৬৮১২ ও ৪৬৬ মামলার আসামী।
কালিয়া থানাসূত্রে জানা যায়, আসামী জামির শেখ দীর্ঘদিন যাবত দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত হওয়ার কারণে পার্শ্ববর্তী যশোর জেলার অভয়নগর থানাধীন বাশুয়ারী ক্যাম্প এলাকায় আত্মগোপনে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(২০আগস্ট) সকালে কালিয়া থানার এ এস আই সায়েম এর নেতৃত্বে কনস্টেবল পার্থ, মেহেদী, সোহেল সহ একটি দল অভিযান চালিয়ে আসামী জামির শেখকে গ্রেফতার করে।
গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন,
নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর নির্দেশনায় আসামী জামির শেখকে অভয়নগর থানার বাশুয়ারী ক্যাম্প এলাকা থেকে আটক করা হয়েছে।
আসামীকে নড়াইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply