ষ্টাফ রিপোর্টার:
গতকাল শুক্রবার জেলা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চড়িয়াকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নে জেলা সভাপতি তারেক মুহা: শহীদুল ইসলামের নির্দেশমতে ন্যাশনাল পিপলস্ স্বেচ্চাসেবক পার্টির সাধারন সম্পাদক আজহারুল ইসলাম বাতেনের তত্বাবধানে কটিয়াদী উপজেলা এনপিপির আহবায়ক জনাব সুলতান মিয়ার সভাপতিত্বে বৃক্ষরোপন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা এনপিপির অন্যতম কর্মী মো: আল আমিন। এছাড়াও কটিয়াদী পৌরসভার ১ নং ওয়ার্ডের আহবায়ক মো: আলী হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো: ফারুক মিয়া, যুব বিষয়ক সম্পাদক মো: সজিব, ৫ নং ওয়ার্ডের যুব বিষয়ক সম্পাদক মো:সাজু,মিয়া ও মো: কাওছার উপস্থিত ছিলেন।। প্রত্যেককেই নিজের বাড়ীর আঙ্গিনায় গাছ লাগানোর পরামর্শ প্রদান করেন এনপিপির জেলা সভাপতি তারেক মুহা: শহীদুল ইসলাম।। আচমিতা ইউনিয়নের আহবায়ক ও আসন্ন ইউপি নির্চেবানের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: মাসুদ রানা সহ সকলকে জনগনের জন্য কাজ করার আহবান জানান এবং মসজিদ মন্দির,স্কুল,কলেজ ও মাদরাসাগুলোতে গাছ লাগানোর পরামর্শ প্রদান করেন এনপিপির কিশোরগঞ্জ জেলা সভাপতি।
Leave a Reply