সাহিদুল ইসলাম নয়ন মাগুরা।
মাগুরা সদর উপজেলার ৪নং বগিয়া ইউনিয়নের
আলোকদিয়া বাজার থেকে রামনগর বাজার
পর্যন্ত দীর্ঘ সাড়ে ছয় কিলোমিটার রাস্তা জনগনের
চলাচলের সম্পুর্ন অনউপযোগী হয়ে পড়ছে বর্তমান
বর্যার কারনে ৷
বাংলাদেশ আওয়ামীলীগ ৪নং বগিয়া ইউনিয়নএবং
৪নং বগিয়া ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মীর
রওনক হোসেন এর অর্থায়নে আলোকদিয়া বাজার
হতে পুখরিয়া পর্যন্ত রাস্তার ডোবা নালা ইট বালু দিয়ে
সংস্কার কাজ চলছে ৷
সংস্কার কাজে মাননীয় চেয়ারম্যান মহদয়কে সার্বিক
ডাবে সহযোগিতা করছেন সৈয়দ জয়নুল আবেদিন
তৈমুর সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ৪নং বগিয়া ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম সাধারন সম্পাদক ৪নং বগিয়া ইউনিয়ন ৷
কাজী আলী আহসান দপ্তর সম্পাদক ৪নং বগিয়া ইউনিয়ন ৷
মোঃ শাহিনুর রহমান সাধারন সম্পাদক বাংলাদেশ
ছাত্রলীগ ৪নং বগিয়া ইউনিয়ন শাখা ৷
মোঃ হাসান মাহমুদ বাংলাদেশ যুবলীগ ৪নং বগিয়া
শাখা ৷সরজমিনে ৪নং বগিয়া ইউনিয়নের চেয়ারম্যান মীর
রওনক হোসেন এর সংগে কথা বলে জানা যায়,
তিনি বলেহ জনগনের কস্ট চলাচলের দুর্ভোগ
লাঘবে আমার ক্ষুদ্র প্রয়াস ৷
Leave a Reply