এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ
মুজিব বর্ষ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংবাদিকতায় বুনিয়াদী ও তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ-২০২১ প্রদান করছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বি এম এস
দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ এর সদস্যরা প্রথম ব্যাচে ৯০ জন এবং পরবর্তী ব্যাচে ১০০ জন করে এই পর্যন্ত ২৯০ জন সাংবাদিক ভার্চুয়াল এ প্রশিক্ষণ ইতিমধ্যে গ্রহণ করেছেন। চলমান পরবর্তী চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ আগামী ২০ আগস্ট রাত ৯ টায় অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন প্রশিক্ষণ বিভাগ
ভার্চুয়াল এই প্রশিক্ষণে অংশ গ্রহনের জন্য ব্যবহার করা হচ্ছে জুম মিটিং অ্যাপস ৷ এতে মোবাইল ফোন,ল্যাপটপ, কম্পিউটার থেকে ইন্টারনেটের সাহায্যে প্রশিক্ষণ নিয়ন্ত্রণকারীদের পাঠানো লিংকে ক্লিক করে যেকোনো স্থান থেকেই অনায়াসে প্রশিক্ষণে যুক্ত হতে পারছেন সাংবাদিকরা
ভার্চুয়াল এই প্রশিক্ষণের প্রধান আলোচক আহমেদ আবু জাফর, সাধারন সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বি এম এস
প্রধান অতিথি ছিলেন আবু জাফর সূর্য, সাবেক সভাপতি, ডিইউজে৷ আফাজউদ্দিন বিপ্লব, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশ
বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট মো. কাওসার হোসেন৷ বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক, ইজাজ আহমেদ মিলন (সমকাল)৷ রতন সরকার, (সময় টেলিভিশন) আফরোজা সরকার, সেহলী পারভীন, আবুল হাসান বেলাল, তথ্য ও গবেষনা সম্পাদক, তাওহীদ হাসান প্রমু
প্রশিক্ষণে তারা ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার ট্রাইব্যুনাল, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন ২০১১ সহ সাংবাদিকতায় প্রয়োজনীয় বিভিন্ন বিষয় সম্বন্ধে প্রশিক্ষণ প্রদান ও সাংবাদিকদের করা প্রশ্ন উত্তর সহ তাদের সংশ্লিষ্ট অভিজ্ঞতা প্রকাশ করে
প্রশিক্ষণের প্রধান আলোচক আহমেদ আবু জাফর বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বি এম এস এফ এর উদ্যোগে চলমান এ প্রশিক্ষণ কর্মশালা আপাতত ভার্চুয়াল ভাবে বিনামূল্যে প্রদান করা অব্যাহত থাকবে এবং পরবর্তীতে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সরাসরি প্রশিক্ষণ প্রদান করার চেষ্টাও অব্যাহত থাকবে যাতে করে দেশের প্রতিটি সাংবাদিক আমাদের এ প্রশিক্ষণ গ্রহণ করে সনদ গ্রহণ করতে পারে
বক্তব্যে তিনি আরও বলেন ভার্চুয়াল এই প্রশিক্ষণের পাশাপাশি আমরা বি এম এস এফ নামক সংগঠনে সদস্য সংগ্রহ করছি, আমরা একটি ওয়েবসাইটে বি এম এম এস সদস্য ফরম দিয়েছি এর মাধ্যমে আগ্রহী যে কোনো সাংবাদিক আমাদের সদস্য হতে পারবে
বক্তব্যের এক পর্যায়ে তিনি সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন এবং সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন সহ ১৪ দফা দাবি আদায় আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন, সেই সাথে সাংবাদিকদের দাবী আদায় করার জন্য দেশের সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান৷
Leave a Reply