[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে কাঞ্চনপুর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১।

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা।

 

খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের নির্দেশনা মোতাবেক ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ২৮ই আগস্ট শনিবার ডুমুরিয়া থানাধীন মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাম থেকে নেশা জাতীয় ৫০০ (পাঁচশত)গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজাসহ

সাতক্ষীরা জেলার তালা থানার ভাইরা গ্রামের মোঃ হাবিল মোড়লের পুত্র নজরুল ইসলাম ওরফে রায়হান মোড়লকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে আজ রবিবার(২৯ই আগষ্ট) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার কাঞ্চনপুর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী তালা থানার ভাইরা গ্রামের মোঃ হাবিল মোড়লের পুত্র নজরুল ইসলাম মোড়ল ওরফে (রায়হান)(৩৫) কে গ্রেপ্তার করে।

 

বিষয়টি নিশ্চিত করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান তিনি এসময় বলেন এ বিষয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীকে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *