নিজস্ব প্রতিবেদকঃ

বাঘাইছড়ি,রাঙ্গামাটি,প্রতিনিধিঃ-
রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা- দিঘীনালা সড়কে নোয়াপাড়া এলাকায় ১০ বছরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক বাক-প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের দায়ে অভিযুক্ত নাজের হোসেন (৩৫) গ্রেপ্তার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।
শনিবার (২৮ আগষ্ট) রাত ১০ ঘটিকার সময় বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ ও ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে উপজেলার চৌমুহনী সদর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষনের শিকার শিশুর মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মেয়েটির বাবা জানিয়েছে অভিযুক্ত নাজের হোসেন ফুসলিয়ে ফাঁসলিয়ে মোটরসাইকেলে তুলে মারিশ্যা দিঘিনালা সড়কের নোয়াপাড়া এলাকায় নির্জন স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষন করে পালিয়ে যায়। পরে ঘটনাটি বুঝতে পেরে রাতেই বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply