[english_date]।[bangla_date]।[bangla_day]

বাংলাদেশ মানবাধিকার কমিশন সোনাডাঙ্গা থানা কমিটির পরিচয় পত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় সভা।

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনা প্রতিনিধি।

 

বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা জেলার সোনাডাঙ্গা থানা কমিটির পরিচয় পত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ ২৭ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগরীর ৩৮, খানজাহান আলী রোড (রয়্যালের মোড়ের পাশে) সোনাডাঙ্গা থানা কমিটির সভাপতি মোঃ মিলন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সদ্য নির্বাচিত কমিটির পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব গাজী অহিদুজ্জামান খোকন- বিশেষ প্রতিনিধি, খুলনা বিভাগ ও সাধারণ সম্পাদক খুলনা মহানগর। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আল -মামুন চৌধুরী,জিএম ইউনুস আলী,এমন ডি আশরাফ হোসেন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের কার্যক্রম, মানবাধিকার কি এগুলো বিষদ ভাবে তুলে ধরেন। তিনি বলেন যে, শুধু সোনাডাঙ্গা থানা নয় সর্বত্র বাল্য বিবাহ প্রতিরোধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন। বর্তমান করোনা কালীন সময়ে সকলকে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন।

 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আলিফ আফিফ অন্তিক। তিনি ও মানবাধিকার কমিশনের কার্যক্রম ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। উক্ত অনুষ্ঠানে বর্তমান কমিটির সকল সম্মানিত সদস্য সদস্যাদের উপস্থিতি ছিল শতভাগ।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের শেষে অনুষ্ঠানের সভার পরিসমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *