[english_date]।[bangla_date]।[bangla_day]

বৃষ্টি কষ্ট মনের অন্তরালে-সাহিত্য

নিজস্ব প্রতিবেদকঃ

বৃষ্টি কষ্ট মনের অন্তরালে
হানুফা আক্তার খান(মিতু)

মেঘাঅচ্ছন্ন আকাশ কিছু ক্ষন পর হয়তো ঝুম বৃষ্টি শুরু হবে।

আকাশ বৃষ্টির আগমনি বার্তা দিয়ে যাচ্ছে।

গুম গুম বাজি ফোটানোর শব্দের মধ্যে দিয়ে বৃষ্টি ঝড়াবে বলে এত আয়োজন।

এ যেন কন্যা সাজিয়ে বিদায় দেওয়ার সংকেত ধ্বনি। চারদিক অন্ধকার হয়ে আকাশ কালো মেঘে আবৃও করলো নিজেকে।

পক্ষিকুল।নিস্তব্ধ হয়ে ক্লান্ত ডানায় ভর করে শান্তীর নীড়ে ফেরার জন্য ব্যস্ত।

শবুজ ঘাস আর দূরের ও কাছের বড় বৃক্ষের শবুজ পাতা গুলি ফ্যাকাশে হয়ে গেল।

অন্ধকারে বিলিন হলো চারদিক।

আকাশের কালো ছায়া প্রকৃতির সব সুন্দর্যকে অন্য রকম ভাবে সাজিয়ে দিলো।

শাই,শাই শব্দ আর বাতাসে আমে গাছের ঝুলে থাকা আম গুলি দুল খেতে লাগলো।

জানালার গ্রিল ধরে দাড়িয়ে রহিলাম অনেক দিনের বৃষ্টির জন্য প্রতিক্ষার প্রহর আজ ভাংবে।

ঠিক তাই প্রচন্ড বাতাসের সাথে এক ঝটকা বৃষ্টির আচ আমাকে ভিজিয়ে দিলো।

ঠান্ডা শিতল বাতাস আমাকে স্পর্শ করলো।

আমার মনের মরুভুমির তে চৌচির হয়ে যাওয়া ফাটল গুলো এক পরশা বৃষ্টির আচে তৃষ্ণা মেটালো।

মনের ভেতরের জমে থাকা না পাওয়ার কষ্টের আগুন নিভিয়ে দিলো।
বেশ কয়েক আছর ধরে আমার একা কিত্বের জীবনের পথ চলাটা খুব সহয করে নিয়ে পথ চলছি।

বন্ধু মহল,আত্বিয় স্বজন,পরিচিত মানুষ গুলি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের জগৎ।নিয়ে বেশ ভালো চলছে দিন গুলি।

মনে কখনো চায় না আমার জীবনে শূন্য অধ্যায় কেউ গল্প হয়ে আসুক।

আমার দূ্র্গম একা পথ চলার পথে কেউ ভালবাসার পএ আমার হাতে মুড়িয়ে দিয়ে বলে আমি তোমায় ভালবাসি।

জীবনের অনেক গুলি অধ্যায় পার করে এসেছি একাকিত্ব নিয়ে।

এখন আর বাকি দিন গুলি অল্প সময়ে নতুন কোন ভালবাসার গল্পের সুচনা হোক আমার জীবনে তা আমি চাই না।

তুমি যা বলো আর আমাকে বোঝাও।

এ জীবনে শেষ পারাবারের জন্য মাঝ পথে সাকোর প্রয়োজন নেই।

কাদা মাটি রাস্তায়, ধুলো মাখা মেঠ পথে,খালি পায়ে আমি একাই হাটতে চাই।

ঝুম বৃষ্টিতে খোলা মাঠে আমি একাই ভিজবো।আমার দির্ঘদিনের একাকিত্ব প্রেম হলো প্রকৃতি।

আমার অআসাধের ভিরে শান্তির আলো ছিল রাতের চাঁদ।আমার নিশব্দের কান্নার শব্দ ঢেকে রাখতো ঝুম বৃষ্টি।

আমার কষ্টের কালো ঢ়ায়া ঢেকে রেখে ছিল আমাবস্যা কালো ছায়া।

যাতে আহিরের,কেউ আমার কষ্ট বুঝতে না পারে।আমার হাসির অন্তরালে যে কষ্ট গুলি লুকিয়ে থাকতো সে লুকিয়ে থাকা কষ্ট গুলি আড়াল করে রাখতো পূনির্মার চাঁদ।

আমার অগনীত একাকিত্ব পথ চলার ক্লান্তি মেটাতো গোধূলির ছায়া।

আমায় নতুন সাজে সাজিয়ে দিতো গোধূলির রং।লাল হলুদ সবুজ বিকেলে কথা বলার জন্য কেউ পাশে থাকতেনা আমি বিকেলের মাঠে, ঘাস,ঘাস ফড়িং এর সাথে কথা বলতাম।

কথা বলতাম একাকিত্বের কষ্ট গুলির সাথে।

আমার যখন আদড়ের ছোয়া পেতে চাইতো আমার বিবাগী মন হটাৎ করে বিকেলের বৈরি বাতাস এসে আমার চুলে বিলি কেটে আদড় করে দিতো।

আমি আমার একাকিত্বের কল্পনার রাজ্য না পাওয়া সুখ গুলি নিয়ে ঘুরে বেড়াতাম।

অন্ধকার রাতে দূর তারাদের দিকে তাকিয়ে তোমাকে খোজতাম আমার মনের আকাশে।তখন তো তুমি আমায় দেখা দাওনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *