[english_date]।[bangla_date]।[bangla_day]

খুলনায় মহানগরীর  তিনটি ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনা জেলা প্রতিনিধি।

খুলনা মহানগরীর টুটপাড়া ও চানমারী বাজারের তিনটি ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার (২৮ জুলাই) দুপুরে অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের  নেতৃত্বে  বাজারে তদারকিমুলক এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানিয়েছেন, নগরীর টুটপাড়া মেইন রোডের মেসার্স ইসলাম ফার্মেসী ও মেসার্স ড্যাফোডিল ফার্মেসীকে ৪ হাজার টাকা করে এবং চানমারী বাজারের মেসার্স চৌধুরী ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, মূল্যবিহীন ও মেয়াদুত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে সংরক্ষণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করেছে।

এছাড়া ব্যবসায়ী ও ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট  বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *