[english_date]।[bangla_date]।[bangla_day]

কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ

স্টাফ রিপোর্টার: কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইস্কাটনের লিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বার্তাসেবাকে বলেন, দীর্ঘদিন ধরে রাহাত খান হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ১৯৯৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন রাহাত খান। এ ছাড়া তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। 

রাহাত খান দীর্ঘদিন ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দৈনিক বর্তমান-এর প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন। সাংবিদকতার পাশাপাশি ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অমল ধবল চাকরি, ছায়া দম্পতি, অনিশ্চিত লোকালয়, শহর ও হে শূন্যতা। 

রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধামন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, রাহাত খান তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। 

শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শনিবার সাড়ে ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে রাহাত খানের মরদেহ নেওয়া হবে বলে জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। তিনি জানান, প্রেসক্লাবে জানাজা শেষে মরদেহ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *