[english_date]।[bangla_date]।[bangla_day]

৮ দিন আগে যাবে মালদ্বীপে সতর্ক থাকবে বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদকঃ

ক্রীড়া প্রতিবেদক: এএফসি কাপে ভালো করার লক্ষ্যে জোর প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে বসুন্ধরা কিংস। ম্যাচ শুরুর আট দিন আগে মালদ্বীপে যাওয়ার পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। ম্যাচগুলো হবে ২৩, ২৬, ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। মাঠে নামার আগে মালেতে সফরকারীদের করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষা নিয়ে আগাম শঙ্কায় বসুন্ধরা। 

স্বাগতিক দুই ক্লাব টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন আছে একই গ্রুপে। তারা বসুন্ধরা ফুটবলারদের করোনা রিপোর্ট নিয়ে ছলচাতুরীর আশ্রয় নিতে পারে বলে বসুন্ধরা কর্মকর্তাদের শঙ্কা। অতীতে মালদ্বীপে এএফসি কাপ খেলতে গিয়ে অভিজ্ঞতা ভালো হয়নি আবাহনী লিমিটেডের। তাই করোনা রিপোর্টে গরমিল মনে হলে এএফসিকে অবহিত করার মতো পর্যাপ্ত সময় হাতে রাখার উদ্দেশ্যে দলকে ১৫ অক্টোবর মালেতে পাঠাতে চান কিংসের সভাপতি ইমরুল হাসান। তাঁর কথা, ‘স্থানীয়দের করোনা রিপোর্ট নিয়ে সন্দেহের সৃষ্টি হলে, আমরা যেন অগোচরে নিজেদের উদ্যোগে বা এএফসিকে অবগত করে তাদের মাধ্যমে পরীক্ষা করাতে পারি। সে জন্য আট দিন আগে দলকে মালেতে পাঠানোর পরিকল্পনা সাজিয়েছি আমরা।’ 

অতিথি দলের জন্য আবাসনের ব্যবস্থা করে স্থানীয় ক্লাবই। এ ক্ষেত্রে সফরকারী দলকে রাজধানী মানে শহরের বাইরে রেখে সমুদ্রপথে স্পিডবোট এনে খেলানোর ব্যবস্থা করে মালদ্বীপ ক্লাবগুলো। সেই সুযোগও রাখছে না বসুন্ধরা। লিজ উদ্যোগে মাঠের কাছাকাছি হোটেল খোঁজা হচ্ছে। খেলোয়ার, কোচ, কর্মকর্তাদের জন্য ৫০ টি কক্ষ নিতে চায় বসুন্ধরা। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *