নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
এস এম মনিরুল ইসলাম বাপ্পীকে খুলনা জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব হিসাবে দায়িত্ব প্রদান করায় কয়রায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে
রবিবার বিকাল ৪ টায় কয়রা উপজেলা সদরে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ আনন্দ মিছিলের আয়োজন করে। উপজেলা সদরে বিভিন্ন স্পট প্রদক্ষিণ করে মিছিলটি ৩রাস্তার মোড়ে এসে সমাবেশে মিলিত হয় । এতে অংশ নেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স ও মাওঃ গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, মোহাররম হোসেন ,আহাদুর রহমান লিটন, ডি এম জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান খোকন, আবু তায়েব, মোস্তাফিজুর রহমান রাজু, বিএনপির উওর বেদকাশী ইউনিয়নের সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, আমাদী ইউনিয়নের সাবেক সদস্য সচিব প্রফেসর আবুল কালাম আজাদ, মহেশ্বরীপুর ইউনিয়নের সাবেক সদস্য সচিব নাজমুল হুদা, মহারাজপুর ইউনিয়নের সাবেক সদস্য সচিব মাষ্টার জামাল ফারুক জাফরিন, বাগালী ইউনিয়নের সাবেক সদস্য সচিব জি এম আব্দুল গফফার, বিএনপি নেতা লুৎফর রহমান, কামরুল ইসলাম খান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আকবর হোসেন, সদস্য সচিব আব্দুর রউফ, মোস্তাফিজুর রহমান হেলাল, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বার বার কারা বরণকারী দীর্ঘদিনের ত্যাগী ও যোগ্য নেতা এস এম মনিরুল ইসলাম বাপ্পীকে খুলনা জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তারা বলেন, দলের ত্যাগী এ নেতার নেতৃত্বে খুলনা জেলা বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ০৩/১০/২৫ ইং।
Leave a Reply