নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধ:-বিলাইছড়ি থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ একজনকে আটক করা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। তিনি আরো জানান সোমবার ( ২৭ অক্টোবর) সাড়ে ৬ টায় য় এসআই(নি:) ফারুক আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বিলাইছড়ি থানাধীন নলছড়ি এলাকার আসামীর বাসায় অভিযান পরিচালনা করে আসামি আটক করা হয়েছে। আসামীর হেফাজত হতে ৯০ টি ২৫০ এমএল বোতলে মোট ২২.৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার পূর্বক ৬টা ৪৫ মিনিটে জব্দ করা হয়।
পরবর্তীতে বিলাইছড়ি থানার মামলা নং ০২, তারিখ ২৭/১০/২০২৫ইং মুলে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়। আসামীর নাম ও ঠিকানাঃ নামঃ কালো প্রিয় চাকমা (৪৭). পিতাঃ মৃত: সাক্যমিত্র চাকমা, গ্রামঃ ০৭ নং ওয়ার্ড ধুপশীল, ১নং বিলাইছড়ি ইউনিয়ন, থানাঃ বিলাইছড়ি, জেলাঃ রাঙ্গামাটি, বর্তমান ঠিকানা-নলছড়ি ১নং ওয়ার্ড, ১নং বিলাইছড়ি ইউনিয়ন, থানাঃ বিলাইছড়ি, জেলাঃ রাঙ্গামাটি। মামলার বাদীঃ এসআই(নিঃ) ফারুক আহমেদ। মামলার আই/ও : এসআই(নিঃ) মোঃ আমান উল্লাহ।
Leave a Reply