নিজস্ব প্রতিবেদকঃ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে রাম জোয়ার্দার :
আজ শ্রী শ্রী কাত্যায়নী পূজার মহাষষ্ঠী। ৫ দিনব্যাপী কাত্যায়নী পূজা শুরু হচ্ছে আজ। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ঢাক আর কাঁসার ঘণ্টার শব্দ ও উলু ধ্বনির সঙ্গে উচ্চারিত হবে ভক্তিমন্ত্র। কাত্যায়নী পূজা উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর চলছে উৎসবের আমেজ। প্রতিমা ও মণ্ডপ ঘিরে সাজসজ্জা প্রায় সম্পন্ন। রং-তুলি দিয়ে প্রতিমার গায়ে শেষবারের মতো তুলির আঁচড় দিচ্ছেন নির্মাণ শিল্পীরা। এরপরই মণ্ডপে মণ্ডপে প্রতিমা আসনে বসানো হবে। ১৩ তম বার্ষিকী, শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে, শ্রী শ্রী জগন্নাথদেব সংঘের কতৃক আয়োজিত
শ্রী শ্রী কাত্যায়নী পূজা ২০২৫, নাম প্রকাশে অনিচ্ছুক
একজন ভক্ত বলেন, আগে তো আমি মাগুরাতে কাত্যায়নী পুজা দেখতে যেতাম, এখন আমার বাড়ির সামনে হচ্ছে, যাহার কারণে মাগুরায় যেতে হয় না,
শ্রী শ্রী জগন্নাথ দেব সংঘ, সাধারণ সম্পাদক, বাঁধন সাহা বলেন, আমরা সবাই মিলে-মিশে কাত্যায়নী পুজা করি, আমাদের এই এলাকার ভক্ত বিন্দুের বাইরে যেতে হয় না। আমরা সুন্দর ভাবে পূজা উদযাপন করে থাকে।
শ্রী শ্রী কাত্যায়নী পূজাই কোটচাঁদপুর বাসীর পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ।
Leave a Reply