[english_date]।[bangla_date]।[bangla_day]

কালিয়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ হাচিবুর রহমান, কালিয়া( নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু করা হয়েছে।

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় ইউনিয়নের ৫৩৭ জন উপকার ভেগীদের মাঝে এ চাল বিতরণ করেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মেহেদী হাসান। এ সময় ট্যাগ অফিসার ও ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা আলী রেজা মিটুর উপস্থিতিতে ১৫ টাকা কেজি দরে প্রতি কার্ডধারীকে ৩০ কেজি চাল দেওয়া হয়।

ট্যাগ অফিসার ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মিটু জানান, চাল প্রদানে কোন অনিয়ম হচ্ছে না। সঠিক ভাবে ৩০ কেজি চাল বুঝিয়ে দেওয়া হচ্ছে।

বছরে ০৬ মাস (মার্চ-এপ্রিল ও আগস্ট-সেপ্টেম্বর ও অক্টোবর এবং নভেম্বর) এ চাল বিতরণ করা হবে। প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার চাল বিতরণ করা হবে (চাল বিক্রয় শেষ না হওয়া পর্যন্ত) সকাল ১০.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত দোকান খোলা থাকবে।

ডিলার মেহেদী হাসান বলেন, ইউনিয়নের ৫৩৭ জন উপকার ভোগীদের পর্যায়ক্রমে নিয়ম অনুযায়ী এ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হবে। এ ছাড়া উপকার ভোগীদের চাউল তাদের বাড়ীতে পৌছে দিতে নিজ খরচে ভ্যানের ব্যবস্থা রেখেছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যারা চাল পাবার উপযুক্ত না তাদের নামেও কার্ড হয়েছে এটা দুঃখজনক। বিষটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবেন বলে জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *