[english_date]।[bangla_date]।[bangla_day]

বড়থলি ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়ন ট্যাস্কফোর্স কমিটি  সভা।

নিজস্ব প্রতিবেদকঃ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি- বৃহস্পতিবার (২১শে আগস্ট)২০২৫খ্রি:, সকাল ১০:০০ টায় রাঙ্গামাটির বিলাইছড়ি  উপজেলাধীন ৪নং বড়থলি ইউনিয়নের অফিস কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাস্তবায়ন ট্যাস্কফোর্স কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বড়থলি ইউপির প্যানেল চেয়ারম্যান-জামাইয়া তঞ্চঙ্গ্যা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব সুজন তঞ্চঙ্গ্যা, ইউপি মহিলা  সদস্য কালুতি তঞ্চঙ্গ্যা,জয়নতি ত্রিপুরা,হাঁচারু ত্রিপুরা,ওয়ার্ড মেম্বার  সুমন কান্তি, ওয়াইভার ত্রিপুরা, সত‍্যচন্দ্র ত্রিপুরা এবং  ইউনিয়ন পরিষদের চকিদার, দফাদার ও কারবারীরা  অংশ নেন। 

এ সময় চেয়ারম্যান  সদস্যদের বলেন, ১ থেকে ৪৫ দিন ও ৪৫ থেকে ৩৬৫ দিনের মধ্যে  জন্ম ও মৃত্যু নিবন্ধন বাস্তবায়নে যথাযথ ভাবে শতভাগ নিশ্চিত করতে হবে। এছাড়াও ইউনিয়নের সকল ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও যৌতুক রোধসহ ইউনিয়ন কার্যক্রম সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *