[english_date]।[bangla_date]।[bangla_day]

কেশবপুরে দুর্ধর্ষ চুরির হাত থেকে অল্পের জন্য রক্ষা।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সেলিম রেজা
কেশবপুর ,
যশোর।

গতকাল রাত আনুমানিক দুইটার দিকে কেশবপুর হাসপাতাল মোড় সংলগ্ন
“এম কে মেডিকেল” ঔষধের দোকান দুর্ধর্ষ চুরির হাত থেকে রক্ষা পায়। সরজমিনে যেয়ে দেখা যায় চোর পিছন থেকে টিনের চালার পর উঠে টিনের আটটি নাটবোল্ট খুলে ঔষধের দোকানে ভিতরে প্রবেশ করে। তখন স্থানীয় নাইট গার্ড দোকানের ভিতর শব্দ শুনতে পায় এবং চিৎকার দিতে থাকে। এরই ভিতর চোর পালিয়ে যায়। তৎক্ষণাৎ পুলিশ এবং স্থানীয় লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করবার পরও চোরের হদিস পাওয়া যায়নি। ঔষধ দোকানদার পলাশ কুমার সাহা সঙ্গে কথা হলে তিনি বলেন দোকান থেকে কোন মালামাল অথবা টাকা চুরি করতে পারেনি। স্থানীয় দোকানদার এবং জনসাধারণ নাইট গার্ডকে ধন্যবাদ জানায়। এবং সাথে সাথে তারা বলতে থাকেন প্রশাসন রাস্তার পাশে বসানো বিভিন্ন দোকানের সিসি ক্যামেরা গুলো মনিটরিং করলে চোর নিশ্চয়ই ধরা পড়বে। গত বছর কেশবপুর থানার মোড়ে একটি মোবাইলের দোকানে একই রকম চুরি সংগঠিত হয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *