নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সেলিম রেজা
কেশবপুর,
যশোর।
সরকারি সুবিধাভোগী ১৪ হাজার ৪ শত ৪৫ জনের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে যশোরের কেশবপুরে।
গত রবিবার ২৯ শে অক্টোবর সকালে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করা হয়।
টিসিবির পণ্য বিতরণকালে উপজেলা ট্যাগ অফিসারবৃন্দ, ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,
পৌরসভার মেয়র,
পৌর কাউন্সিলর
ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে উপজেলার ১১টি ইউনিয়নে ১১ হাজার ৬শত ৬ জন ও ১টি পৌরসভায় ২ হাজার ৮শত ৩৯ জন সরকারি সুবিধাভোগীদের মাঝে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ টিসিবির পণ্য বিক্রির করা হবে।
১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায়
টিসিবির পণ্য বিক্রয় করবার জন্য ৪০ টির ও বেশি ডিলার রয়েছেন।
প্রত্যেক সুবিধাভোগী কার্ডধারীকে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাউল , ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল
ও ৬০ টাকা দরে ২’কেজি করে মসুর ডাল বিতরণ হয় ।
উক্ত টিসিবির পন্য পেয়ে কার্ডধারী ক্রেতারা মহা খুশি।
Leave a Reply