[english_date]।[bangla_date]।[bangla_day]

কেন্দ্রীয় আ.লীগ নেতা ফজলুল হকের গণসংযোগ।

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে জামালপুরের সরিষাবাড়ীতে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

গত শনিবার (৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় আ’লীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক এ লিফলেট বিতরণ করেন।

এ সময় কেন্দ্রীয় আ’লীগ নেতা ফজলুল হক জন সাধারণের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। আ’লীগ সরকার দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আ’লীগ সরকার সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা সেবা, যুগোপযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আ’লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নের আরেকধাপ এগিয়ে নিতে নৌকা মার্কার পক্ষে থাকার আহবান জানান তিনি।

দিনব্যাপী উপজেলার বয়ড়া বাজার, আরাম নগর বাজার, একুশের মোড়, স্টেশন চত্তর সহ বিভিন্ন স্থানে এই গণসংযোগ ও লিফটে বিতরণ করা হয়। এসব বিতরণ কালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *