নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সেলিম রেজা, কেশবপুর,যশোর।
নতুন উদ্যাম উদ্দীপনার মধ্যে দিয়ে কেশবপুর নিউজ ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আশেক সূজা মামুন (এ.এস.পি মনিরামপুর সার্কেল) যশোর ,
সভায় সভাপতিত্ব করেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি
মোঃ আশরাফুজ্জামান।
বিশেষ অতিথি এ.এস.পি আশেক সূজা মামুন সাহেব কে
সর্বপ্রথম ফুলের তোড়া দিয়ে নিউজ ক্লাবে বরণ করা হয়। এরপর একে একে সবার সংঙ্গে পরিচিত হন এ. এস.পি মামুন সাহেব। মামুন সাহেব কিছু দিকনির্দেশনা প্রদান করেন। তার মধ্যে বর্তমান সময়ে অজ্ঞান পার্টির দৌরাত্ব কেশবপুরে বেড়ে গিয়েছে। দ্রুত আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনে কিভাবে সমূলে নিধন করা যায় তার জন্য পুলিশ এবং সাংবাদিক ভাইয়েরা একসাথে কাজ করবার জন্য আহবান জানান।
যত্রতত্র মাদকের আস্তানা গড়ে উঠেছে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এবং আগামী তে করবেন। কেশবপুর এবং মনিরামপুরে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। সামান্য কিছু হলেই এই দুই উপজেলার নারী পুরুষ এমনকি শিশুরা পর্যন্ত আত্মহত্যা করেন। আত্মহত্যা থেকে বিরত থাকবার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। পদ্মা সেতু এবং দেশের উন্নয়ন নিয়ে সার্বিক দিক তুলে ধরেন। পরিশেষে সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করেন এবং সার্বক্ষণিক কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিক ভাইয়েরা যেকোন প্রয়োজনে উনার সহিত যোগাযোগ করবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন
সহ-সভাপতি
মোঃ আব্দুর রাজ্জাক সরদার
মোঃ খায়রুল আনাম,
সাধারণ সম্পাদক
মোঃ হারুনার রশীদ বুলবুল
সহ সাধারণ সম্পাদক
মোঃ সেলিম রেজা
প্রদীপ কুমার মোদক
এবং কেশবপুর নিউজ ক্লাবের অন্যান্য সাংবাদিক ভাইয়েরা। পরিশেষে
সুন্দর খাবার পরিবেশনের মাধ্যমে , সভার সমাপ্তি ঘোষনা করেন আজকের সভার সভাপতি মোঃ আশরাফুজ্জামান।
Leave a Reply