[english_date]।[bangla_date]।[bangla_day]

খুলনা-৬ আসনে আ’লীগের প্রার্থী হয়ে নির্বাচন করতে চান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকঃ

 
 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬, কয়রা-পাইকগাছা আসনে আওয়ামীলীগের প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। 

তিনি কয়রা সদরের ১নং ওয়ার্ডের মদিনাবাদ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মৃত আবুল কাশেম সানার পুত্র। আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে ২ বার ব্যাপক ভোটে কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জনপ্রিয় এই নেতা সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে প্রার্থী হওয়ার ঘোষনা দেন। তিনি বলেন, দলের হাইকমাণ্ডের সবুজ সংকেত পেয়ে তিনি খুলনা-৬, কয়রা-পাইকগাছা আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে গণসংযোগ শুরু করেছেন। পর্যায়ক্রমে তিনি কয়রা উপজেলার সাতটি ও পাইকগাছা পৌরসভা সহ দশটি ইউনিয়নে গণসংযোগ ও সরকারের উন্নয়ন মূলক কাজের প্রচারনা শুরু করবেন। তিনি বলেন,  আওয়ামীলীগের হাইকমাণ্ড  থেকে আমাকে খুলনা -৬ কয়রা-পাইকগাছা আসনে দলের জন্য কাজ করতে বলা হয়েছে। সে জন্য আমি দলের জন্য কাজ শুরু করেছি।  দল যদি আমাকে মনোনয়ন ( নৌকা প্রতীক) দেয় তাহলে আমি নির্বাচন করবো। এবং ব্যাপক ভাটেএ নির্বাচিত হয়ে  খুলনা-৬ আসনটি জননেত্রী শেখ হাসিনা এমপি ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের অভিভাবক জননেতা শেখ হেলাল উদ্দিন এমপির হাতে তুলে দিতে সক্ষম হবো। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সুন্দরবন সংলগ্ন উপকুলীয় জনপদ কয়রা ও  পাইকগাছা নির্বাচনী এলাকা আর অবহেলিত থাকবেনা। এই এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের আত্ম কর্মসংস্থান সৃষ্টি সহ এলাকার উন্নয়নে ও মানুষের কল্যাণে কাজ করে যাবো। সে জন্য তিনি সকল শ্রেনী-পেশার মানুষের সার্বিক সহযোগীতা কামনা করেন। 

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০৭/১০/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *