[english_date]।[bangla_date]।[bangla_day]

তালার ৪ জন চাঁদাবাজ খুলনা জেলা কারাগারে,সাধারণ মানুষের মাঝে স্বস্তি ।

নিজস্ব প্রতিবেদকঃ

তুষার কবিরাজ (খুলনা) প্রতিনিধি।।

তালার চার জন চাঁদাবাজ ডুমুরিয়া থানা পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতে থাকায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ডুমুরিয়া থানাধীন আটলিয়া ইউনিয়নের গোলাপদহা বাজার এলাকায় মুক্তিপণ ও চাঁদাবাজি কালে পুলিশের হাতেনাতে আটককৃত আসামিরা খুলনা জেলা কারাগারে অন্তরীন রয়েছে।এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, তালা থানাধীন বহুল আলোচিত মাদক সেবি ও ব্যাবসায়ি হাজরাকাটি এলাকার মোসলেম শেখের ছেলে তুহিন শেখ (৩০) এর নেতৃত্বে এইক এলাকার আঃ জলিল গাজীর ছেলে ইউপি সদস্য সেলিম হোসেন (৪০), নাসির তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (২৩) ও লিয়াকত মোল্লার ছেলে রাহুল মোল্লা (২১)সহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ চক্র
তারা তালার সিমান্ত পেরিয়ে পার্শবর্তী ডুমুরিয়া এলাকার বৈঠাহারা,আধারমানিক, গোলাপদহা,খলশিবুনিয়া,বয়ারসিং নির্জন এলাকায় অবৈধ ভাবে প্রবেশ করে প্রতিনিয়ত সন্ধ্যার পর গাঁজা,ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদক বিকিকিনি ও সেবন করত বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে উঠতি বয়সী কিশোরসহ যুবসমাজ চরম অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছিল। এমনটি অভিমত ব্যাক্ত করেন, স্থানীয় লোকজন। আবার মাদক সেবন ও বেচাকেনা করে ফেরার সময় এলাকা থেকে প্রায় ছাগল,ভেড়া হাস মুরগী চুরি করে নিয়ে যেত ওই চক্রটি। সম্প্রতি ওই চক্রের সদস্যরা আটকের পর থেকে চুরি এবং মাদক সেবি ও বিকিকিনিদের আড্ডা কিছুটা হ্রাস পায়।এতে স্বস্তি ফিরে আসে তালা ও ডুমুরিয়া সিমান্ত লাগোয়া ঘটনা স্থলের স্থানীয় সাধারণ মানুষের মাঝে।
প্রসংগত গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ডুমুরিয়ার গোলাপদহা এলাকায় মুক্তিপণ ও চাঁদাবাজির অপরাধে ওই চক্রের চার জন খুলনা জেলা কারাগারে অন্তরীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *