[english_date]।[bangla_date]।[bangla_day]

সক্রিয় সদস্য গ্রেফতারের পরে স্থানীয় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা ডুমারিয়া খুলনা প্রতিনিধি।
আন্তঃজেলা চেতনানাশক ঔষধ প্রয়োগ করে লুট চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম সংবাদ সম্মেলন করেছে। আজ ১২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টার সময় ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় একাধিকবার অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একজোড়া স্বর্ণের রুলি, চারটি স্বর্ণের আংটি, একজোড়া রৌপ্যের পায়ের নুপুর, একজোড়া রৌপ্যের চুরি, একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার ও তাদের ব্যবহৃত সাতটি মোবাইলফোন জব্দ করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় পৃথক পৃথক দুটি মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতে প্রেরনের মাধ্যমে রিমান্ড চাওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *