[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রায় মুণ্ডা নারীকে গণধর্ষণ মামলায় ১৬৪ ধারায় আসামীদের দােষ শিকার।

নিজস্ব প্রতিবেদকঃ

কয়রায় মুণ্ডা নারীকে গণধর্ষণ মামলায়
১৬৪ ধারায় আসামীদের দােষ শিকার

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
খুলনার কয়রায় ক্ষুদ্র নৃ-গােষ্ঠী (মুণ্ডা) নারী ধর্ষণ মামলায় আটক ৪ আসামী আদালতে স্বীকারােক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত শুক্রবার ইমরান হােসন এবং শনিবার ওমর সাদিক, শাহ আলম ও জােবায়ের হােসেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারােক্তিমূলক জবানবন্দি দেয়। ১৬৪ ধারায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মােঃ আনােয়ারুল ইসলাম এ জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকায় তাদের দােষ স্বীকার করে। এ ছাড়া এর সাথে কারা জড়িত ছিলাে তা জানিয়ে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মােঃ ইব্রাহীম আলী বলেন, কয়রায় মুণ্ডা নারী ধর্ষণ মামলায় আটক ৪ আসামী আদালতে তাদের দােষ শিকার করেছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মােঃ রবিউল হােসেন বলেন, ঘটনার সাথে জড়িত ৪ আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। আদালতে আসামীরা দােষ শিকার করেছে। বাকী আসামীদরকে গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *